রক্ত পাষাণ চর্বি পাষাণ বরফ পাষাণ
পাষাণ পাষাণ পাষাণ কই!
হে দূর দূর হো দূর দূর হা দূর দূর
মরা শালিক কালা রোদ ন্যাংটো হাসি চিকন চিক
ঘুরে ঘুরে দেয় যে ধিক


অট্টহাসি হৃদয়ফাটা জোড়া ভ্রু
দে দে দৌড়
পাগলা বিশু ঢ্যামনা রবি
খুলছে আঁচল ফাঁসের দড়ি
লাল পুকুরে কালের জলে ভাসছে দেখ
তিমির বৌ


মেঘের কোলে মেঘার ছেলে
চাঁদের মুখে নিগ্রো ছাপ
ব্লু-হেভেন চিকেন চপ জিভ লকলক ফরমাস
হাজার বছর ঘুরে দেখি এ কোন সর্বনাশ!


(কাব্যগ্রন্থ - আহত আগুনের কবিতা)