নিভে যাক আকাশের তারা
শুকিয়ে যাক সাগরের জল
পুড়ে যাক অরণ্য, গলে যাক হিমালয়ে বরফ...


যদি পাখির কণ্ঠ থেকে সুর না ঝরে
যদি বৃষ্টির ফোঁটায় না ভেজে চাতকের তৃষ্ণা...


তাজমহলের সামনে দাঁড়িয়ে
কেউ যদি প্রেমিক হতে না পারে
যদি কবিতার বইগুলি পাঠকশূন্য হয়...


যদি বেদনার সব সুর হারিয়ে যায়...


তবু জেনো, পৃথিবীর কোন প্রান্তে
কেউ না কেউ গলা তুলে বলবে


আমি আছি, তুমি আছ
আর আছে আমাদের ভালোবাসা


পৃথিবী আবার শান্ত হবে...