কালপুরুষ তুমি কী জান তার কথা
স্নিগ্ধ সেই মুখ, স্পর্শহীন রোমান্টিকতা
আশ্চর্য মেঘের মতো না যায় ছোঁয়া
ভেসে বেড়ায় কত অনুভূতি
বারবার হাতছানি দেয় নবলোকে
নিকট কী দূর জানে না তার চোখ
শুধু জুড়িয়ে দেয় শতাব্দী ক্লান্ত মন
তারপর জীবন জিজ্ঞাসার উত্তর
সমুদ্র অতলে খুঁজে বেড়ায় গল্পগাথা
কালপুরুষ তুমি কী জান রূপকথা!


বাংলার নদীতে, আসামের চা বাগানে
বেতাইয়ের অরণ্যে, হয়ত মায়াবী নগরীতে
তাকে দেখেছিল অন্য একজন
যে বলেছিল তার কথা, কত ইতিহাস
আমি জেনেছি অনেক মিলেছে প্রচুর
তবু সে অন্যরকম -
মধ্যরাতে মেলে ধরে সোনালী আলো
আকাশ তারায় চেয়ে দেখি তাকে
মনের কাগজে লিখে দেয় কত কথা
কালপুরুষ তুমি কী জান তার ব্যাথা!