জানি না! হঠাৎ এক আগন্তুক নাড়িয়ে দিল
আমার সমস্ত সংস্কার
বৃষ্টি ভেজা বিকালে তাকিয়ে আছি
নিস্তব্ধ রাস্তার বুকে জমা ক্ষত
এতকাল লুকিয়ে রাখা অন্ধকার সরিয়ে
সেই আগন্তুক দৃশ্য ।


কোন কথাই সে বলে না
শুধু চেয়ে থাকে ধুলোজমা আমাতে
আমি প্রশ্ন করি, তুমি কে ? কী তোমার পরিচয় ?
সে শুধুই চেয়ে থাকে - বোবা দৃষ্টি!
বুঝতে পারি না এত পর্যবেক্ষণ কেন!
তার চোখ থেকে ঝরে অশ্রু
তবু আমি অবাক! প্রশ্নের উত্তর নেই ।


আমি যখন একা থাকি
সে আসে, আমি একা একাই কথা বলি
কত শব্দ নিয়ে খেলা করি ...
সে এখন আমার সাথেই থাকে ।


( কাব্যগ্রন্থ - কবিতায় পঁচিশ বছর