প্রকৃতির নিস্পাপ সৌন্দর্যের নাম কাশ্মীর,
সমস্ত নিবিড় ঘন অন্ধকার থেকে
আমায় ঊর্ধ্বে তুলে ধরে ।


কাশ্মীর সেই স্বর্গীয় হাসি,
আমার বিচিত্র উপলব্ধিকে দূরে সরিয়ে
অনুপম শান্তি উপহার দেয় ।


তীব্র দুঃখের মুখ হয়ে ওঠে প্রিয় কাশ্মীর,
দারিদ্র্য, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের মিলিত
অবর্ণনীয় যন্ত্রণা আমায় বারবার দেখিয়েছে ।


কাশ্মীর সেই অসহায় অবিবাহিত সুন্দরী নারী,
প্রতিবেশীরা সর্বদা তার দেহ দখলের চেষ্টা করছে,
অমায়িক হৃদয় নয়!


কাশ্মীর স্বপ্নহীন ভূস্বর্গ হয়ে আজও কাঁদছে...


(জম্মু এবং কাশ্মীরের সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের মহিলাদের এই কবিতাটি উৎসর্গ করা হল)