হয়ত সময় এসেছে
নৈতিকতার শিল্প মুছে যাবে
আশ্চর্য সিন্দুকের ধাবাতে
এতকাল যা লেখা হয়েছে
যে বিমূর্ত রূপকথা
           মূর্ত রক্তাক্ত অবয়ব
                   তা এ সময়ের নয়!


ভালোবাসার কথা প্রতিবাদের উন্মাদনায়
তোমাদের ছুঁয়ে যায় কিনা জানি না!
জানি না অস্পষ্ট ইঙ্গিত
শুধু বুঝি তোমরা যা ছিলে আগে
এখনও তাই
মিথ্যা লিখে যাওয়া সত্যদর্শীর ডায়েরী
যা ঘোচায় নি কোনও অন্ধকার!


যে মানুষ নিজেই অন্ধকার কফিনে
আবৃত সারাক্ষণ - আলো নয়
বুকভরা নিঃশ্বাস নিতে চায়
এই দূষণে সে মৃত
অশরীরী কেউ কখনও ডায়েরী লেখে না
নিরুদ্দেশ হয়ে যায় ।


(কাব্যগ্রন্থ - আহত আগুনের কবিতা, ২০১১)