খোলা জানালায় মুখ রেখে
মেয়েটি চেয়ে থাকে দূর, বহুদূর...
গ্রীষ্মের দুপুরে ক্লান্ত পাড়া যেই ঘুমায়
মফস্বলের মধ্যগতি পথ হারায়
একাকী নির্জনতায়...


নিতান্ত সাদামাটা মেয়েটি পড়তে থাকে
প্রকৃতির প্রেম, সময়ের প্রেম, কবিতার প্রেম
আকাশের প্রেম, বাতাসের প্রেম, কবির প্রেম
মনীষীদের প্রেম...
আসে বর্ষা, ভেজায় শুষ্ক দেহমন...


মেয়েটি কারোর প্রেমিকা নয়, স্ত্রী নয়, কিচ্ছু নয়
কেউ প্রেম চায় নি, কেউ প্রেম দেয় নি...
পাথর বুকে শোনেনি ধ্বনি, প্রতিধ্বনি
কেউ কোনদিন বলেনি -
সুমন, কেমন আছো এই শ্রাবণে!


(এডমিনের অনুমতি নিয়ে বাংলাদেশ এবং প্রবাসী বাঙালী কবিতাপ্রেমীদের জন্য আমাদের প্রিয় কবি সন্দীপ গোস্বামীর এই কবিতাটি সহ পঞ্চাশটি কবিতা এবং আলোচনা বিভাগে উনার সাহিত্যবিষয়ক প্রচুর দার্শনিক উদ্ধৃতি পোস্ট করলাম । এটাই শেষ পোস্ট । যে সহস্রাধিক মানুষ নীরবে তাঁর লেখা পড়লেন, তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই । আর যারা সব কিছুর ঊর্ধ্বে উঠে  উদার মনে নিজেদের মতামত এবং ভালবাসা রেখে গেলেন, সেই শতাধিক  মানুষকে সন্দীপ গোস্বামীর বন্ধুদের পক্ষ  থেকে প্রণাম এবং ভালবাসা জানাই । সাগ্নিক)