ঈশ্বর, একটি মানুষ পাঠাও
যার সাথে হেঁটে যেতে পারি আরও কিছু পথ
দু'পা ছাড়িয়ে দগদগে যন্ত্রণা গুটিগুটি বাসা বাঁধে
হৃদপিণ্ডে- কেঁপে ওঠে ভালোবাসা আর প্রত্যয়
কখনও মনে হয় রক্তরস এই পৃথিবীর
মানবিক দূষণের জাগতিক প্রতিক্রিয়া
তাই যদি হয় তবে মস্তিস্কের মৃত্যু
সময়ের অপেক্ষায়, তারপর মুছে যাবে
অপরিণত সৃষ্টি, যন্ত্রণা, পাসপোর্ট


যদি সেই মানুষ আসে
তবে একাকীত্বে যে অন্ধকার আলোর খোঁজে
আলেয়ায় দিগভ্রম
সেই পথ পাড়ি দিয়ে খুঁজে নেব জলপ্রপাত
রাশি রাশি ব্ল্যাকস্টোনে লেখা হবে
স্বপ্নের চিত্রপট-মানুষের প্রচ্ছদ


ঈশ্বর মানুষ হয়ে এসো
জনগণের ভিড়ে তোমায় ঠিক খুঁজে নেব
এই দৃষ্টি এত অনিষ্ট দেখেও
আজও তোমার মতো মানুষ দেখেনি !