বিদ্রোহের হাতছানি প্রতিবাদী প্রেম জানি
তার সাথে জেগে ওঠে রক্তাক্ত নিশান
আগুন সর্বাঙ্গ আগুন শীতলতায়
থরথর অস্থিসার বিচারের বাণী
তখন দেখি তোমায়
কবি নয়, অধিনায়কের পদধ্বনি।


অলিখিত কল্পনার নিসর্গে ব্রহ্মবিন্দু উপস্থিত
সমুদ্রে জেগে ওঠে মলয় পাহাড়, জোনাকির ভাষ্যপাঠ
আরও কত পথ আকাশ সেতু উত্তরণ
তবু ছুঁয়ে যায় দিনান্তে, রাঙামাটির গীতবিতান
তখন দেখি তোমায়
কবি নয়, ঋষির নির্মাণ।


কখন সৃষ্টির গূঢ়বিদ্যা মেধা থেকে হৃদয় সঞ্চারিত
একা হোতে হোতে একমেবাদ্বিতীয়ম
গভীর মূর্ছনায় আউরাতে থাকি আত্মজ শ্লোক
ভিন্নতার ভিন্ন ভিন্ন ধ্বনির ব্যঞ্জনায় সমগ্রতার আভাস
তখন দেখি তোমায়
কবি নয়, পিতৃত্বের নির্যাস।


ক্লান্তি যখন বন্ধু হয়ে অন্ধ করে দৃষ্টি
নিঃসীম অন্ধকারে ভরে যায় আলোর চিত্রপট
প্রতিটি রক্তবিন্দুতে তোমার অক্ষর সময়ের আক্ষরিকতায়
কোন কৌশলে পরিবর্তিত আমার অক্ষর রবি
তখন দেখি তোমায়
কবি নয়, আমারই প্রতিচ্ছবি!