স্বপ্ন নীড়ে অনেক কথা
আজ ভিঁজে আছে লোচন জলে,
রং তুলিতে মিঁশে গিয়ে
আজ ছবি আঁকছে মরুভূমিতে ।
ধোঁয়া ধোঁয়া ধূলা উড়ে যায়
জীবন স্বপ্নের বেদনা গায়ে,
অনেক স্মৃতির অনেক বাসনা
বারেবারে মনে করিয়ে দেয়
শ্রাবণ- স্মৃতির সন্ধ্যা-তারাতে ।
শত শত অজুহাতে
হানা দেয় মন দুয়ারে,
আরাধ্যের অবশেষে
ক্ষণিক কিছু ছুঁয়ে আসে ।
লক্ষ্যে পাবার অদূর প্রিয়াস
শেষ হয়না কিছুতেই
বাঁধন হারা মিষ্টি অনুরাগের
অনিঃশেষ ভালোবাসাতে ।