সোনা মুখে আলোর ছটা
কে আসবে আজ আমার ঘরের কোণে,
শূন্য এই পথের চলা
থামবে না মন কোন খানে ।
দিক হারিয়ে শেষ বেলায়
কে বলবে আমায় চুপিসারে
আজ হারিয়েছি পথ
নতুন কিছু পাবার ছলে ।
হয়তো বা ফিরবো না আর
জুটাবো আর কাউকে নতুন করে,
কে বলেছে একা আমি
এই তো আমি পথের মাঝে ।
পাহাড় খুঁজে ছুটবো আমি
সাগর- নদী সঙ্গী করে,
সবুজ গালিচায় বানাবো ঘর
অরণ্যকে ভালোবেসে ।
অরণ্য তোমায় বাসি ভাল
নিজের মতো করে,
পথের দিশায় চলি একা
কিছু দুঃখ- বেদনা ভুলে যেতে ।