নিঃসঙ্গতায় নিঃশব্দে ধরিণীর এই পথে
প্রভাত বেলায় পূবের আলোয়
সারা সন্ধ্যা-নিশি জাগে
শত অনুপ্রেরণার উত্‍সর্গে
বন্ধু তুমি আছ পাশে ।
নিরালায় একাতীর্থতায়-
যখন বসে একা ভাবনায় বাসনায়,
নিরবে মনা করে আনচান
উদাসী হৃদয় দক্ষিণ হাওয়ায়;
তখন ও বন্ধু তুমি এসে
আমায় করে পূর্ণ ।
গভীর মোহনায় উজলা তীরে
আনন্দ-উল্লাস যখন বহে,
অজস্র ধারায় বুকের মাঝে
মহাসুখে পুষ্প ফুঁটে,
তখন ও মনে দৌলা দিয়ে
বন্ধু তুমি আস আমার কাছে ।
নীল আকাশের ভেলায় চরে
পূর্ণিমা ঝরা জোৎস্ন্যা এসে
যেমনি রাঙায় ভুবনটারে,
তেমনি তোমার মতন বন্ধু পেয়ে
আমার জীবন হলো ধন্যে ।