মেয়ে তোমার হাসি যেন
সাদা কাগজে রঙিন ছবি,
মেয়ে তোমার হাসি যেন
শিল্পীর হাতে গড়া
মোনালিসার চেয়েও সুন্দরী।
মেয়ে তোমার হাসি যেন
সকাল বেলার ফুঁটে ওঠা
একরাশ গোলাপের কলি;
মেয়ে তোমার হাসি যেন
মুক্তার চেয়েও দামি।
মেয়ে তোমার হাসির মাঝে
ফুঁটে উঠে সকল সুখের বাণী,
তোমার সেই হাসির প্রভায়
সকল দুঃখ যাবে ধূলায়,
শুধু মেয়ে তোমার একটু হাসির মিষ্টি চাওয়ায়।
মেয়ে তোমার হাসি যেন
এমনি করে থাকে সারাজীবন
তোমার অপূর্ব মায়াভরা শ্রী মুখে;
ভালবাসার প্রকৃত বসন্ত আসে যেন বারেবারে
মেয়ে তোমার হাসির ঝলকে।