কোন একদিন দেখা হলে
চোখে চোখ রাখবে কি?
হারানো গল্পগুলোর টানে
মনের কষ্ট ঢাকবে কি?

কোন একদিন দেখা হলে
চুপচাপ পাশে বসবে কি?
অনুভূতির সেই মানবকে
তোমার স্পর্শ দেবে কি?

কোন একদিন দেখা হলে
কথা হবে বুকের ভেতর?
আমার স্বপ্নের পৃথিবীতে
তুমি কি হবে শেষ উত্তর?