পৃথিবী আজ ধ্বংসস্তুপের মাঝে
মানুষের গড়া সভ্য পৃথিবী
খসে পড়ছে ভাঙা ইটের তলে
অকল্যাণ আর হিংস্র মানুষের দাপটে।
পৃথিবী আজ তলিয়ে যাচ্ছে
ডাস্টবিনের পচা ময়লাতে।
এ যুগের মহাপুরুষেরা-
সমাজ গড়ার নামে করছে অবহেলা,
শিষ্ট করে তোলার নামে অবুঝ শিশুর হাতে
তুলে দিচ্ছে ভারী অস্ত্র।
নির্বিবাদে মায়াহীন অবহেলায় শিশুটি আজ
বড় হচ্ছে সমাজের শত্রুতে,
সমাজের নানান কষ্টে
তাদের জীবন করে দিচ্ছে নষ্ট।
এ যুগের ভাল মানুষেরা-
নষ্টামী আর ন্যাংটামিতে
নিজের তৃপ্তি পুঁষিয়ে নিচ্ছে
অন্যের সম্মান হানি করে।
এ যুগের জীবনাত্নারা-
অসৎ পথের শ্লোগানে ঝাঁপিয়ে পড়ছে
নিজের জীবনের কথা না ভেবে,
স্বহস্তে খারাপ কাজে লিপ্ত হয়ে
সমাজকে করে তুলছে কলঙ্কিত ।
পৃথিবী আজ ধ্বংসস্তুপের মাঝে
সমাজের মানুষ আজ অতিহারে অনাহার
পিপাসায় কষ্টে হাহাকার,
জলের পিয়ালাটা কেড়ে নিচ্ছে
উচ্চ মানের মনুষ্যরূপী কুকুরগুলো।
উঁচু অট্টালিকায়  মাচান পেতে
সাধারণ জনগণের সুখের সঞ্চয় কেড়ে নিয়ে
নিজেদের পকেটের ভারী করছে
নিকৃষ্ট প্রাণীর মত।
পৃথিবী আজ ধ্বংসস্তুপের মাঝে
ছোট-বড় বিভেদের পার্থক্যে
অকালে পৃথিবী হচ্ছে ধ্বংস ।
নিজেদের মধ্যে সামান্য মনমালিন্যে
ভাইয়ের হাত কাঁপছে না ভাইকে হত্যাযজ্ঞে।
বিভেদের বিষাদে, রক্তের বন্যাস্রোতে
আজ সভ্য পৃথিবীর অতিশয় মানুষেরা
নিজ স্বার্থ হাছিলে নিরীহ মানুষের জীবন করছে দুর্বিষহ।
আর যেন না হয় অশান্তি
শান্তির পতাকা উড়ুক পৃথিবীর বুকে,
দুঃখের গ্লানি মুছন হোক প্রতিটি মানুষের হৃদয়ে।
মানুষ-মানুষের রক্তিম রক্তের দৃঢ়তা
একাত্নতায় জয় হোক
সকল অপশক্তিকে ধূলিসাৎ করে।