শ্যামল কাজল কারুকাজে
অপূর্ব তাঁর মুখখানি,
আঁভা আঁভা আলোর ফাঁকে
সর্ষে ফুল ফুটে উঠে
তাঁর রঙ্গিন দেহো কোণে ।


দেখতে শ্যামল মনটা কোমল
নয়তো অহামিকা,
টানা টানা চোখের ভাষায়
নিস্তেজ তাঁর ভালোবাসা ।


কেশে তাঁর ঝরনা ঝরে
উড়ে যায় দখিন হাওয়ায়,
ঠোঁটে তাঁর পরাগ মাখা
ভুলা যায় না-
মিষ্টি তাঁর হাঁসির রেশে ।


দেখতে শ্যামল হয়তো এমন
মুক্ত তাঁর প্রজাপতি মন,
উদাস করা মন ডানা
উড়ে বেড়ায় সে সারাক্ষণ ।