চরিত্র মানবজীবনের সর্বোত্তম গুণ।
চরিত্রের মাঝে নিহিত সৌন্দর্যের মূল।


চরিত্র হইতে মান-মর্যাদা সৃজন।
চরিত্রহীন ব্যক্তি সমাজের কুজন।


সৎ চরিত্র মানবীয় শক্তি।
অসৎ চরিত্র বিনাশের গতি।


নারীর সৌন্দর্য বৃদ্ধির প্রতীক অলংকার।
মানব গুণাবলির পরিচয়ের প্রতীক চরিত্র।


কিসের এত গৌরব নাহি থাকিলে চরিত্র।
সকল মর্যাদার ভাণ্ডার সৎ থাকিলে চরিত্র।


পার্থিব ধনসম্পদ হারাইলে ফিরিয়ে পাওয়া সম্ভব।
একবার চরিত্র হারাইলে ফিরিয়ে পাওয়া অসম্ভব।


চরিত্র মানবের প্রকৃত সম্পদ।
চরিত্র বজায় রাখিতে করিব শপথ।