মানব গাড়ির চাকা হল দুঃখ-কষ্ট,
জীবনে দুঃখ-কষ্টের প্রভাব অনিবার্য ।


দুঃখ ক্ষুদ্র মানবকে করে মহৎ মানব,
যেমনি পরশপাথর লৌহকে করে স্বর্ণে রুপান্তর।
  
খাঁটি সোনার পরিচয় মিলে অগ্নিতে পোড়ালে,
মানব দুঃখের দহনে খাঁটি মানবে পরিণত।


দুঃখ-কষ্ট, আঘাত-বেদনায় চৈতন্য হয় বিবেক,
দুঃখ উপলব্ধি করতে শেখায় জীবনের উদ্দেশ্য।


বেদনার অশ্রুতে ভেসে যাইবে সকল গ্লানি,
হৃদয়ে সৃষ্টি হয় এক পবিত্র সুখ।


এই পবিত্র সুখ সৃজন করিবে এক নব মানব,
তখনি স্বার্থক হইতে পারে মানব জীবন।


দুঃখ কষ্ট সহ্য করার শক্তি করিব অর্জন,
পৃথিবী হইয়ে উঠবে নিজের মতন।