দুর্জন সন্মানিত হইলেও সমাজের দুর্গতি।
সমাজের কুকর্ম তাদের নীতি।


অন্যায়-অত্যাচার তাদের গীতি।
ছলনা আর কপটতা তাদের প্রীতি।


দুর্জন ব্যক্তি হইতে আসিবে নাহি মঙ্গল।
তাদের সর্বক্ষণ মতি সবি অমঙ্গল।


বিদ্যা যাকে দিতে পারে নি মনুষ্যত্ব।
সেই মানব দ্বারা কল্যাণে মিলিবে কি অস্তিত্ব?


দুষ্ট ব্যক্তির জ্ঞান বিষধর সর্পের মণি।
তারা আনিতে পারে বিপদের খনি।


হোক দুর্জন বিদ্বান তাতে মিছরির ছুরি।
তবে নাহি করিব তাদের সান্নিধ্য কামনা।