পরিচয় নয় নামে
পরিচয় হয় গুণে।


কে আমি নামে প্রকাশ নয়।
মনুষ্যত্ব বিকাশে আমার পরিচয়।


মনকে বড় করিবে নামকে নয়।
নামের মাঝে কি পরিচয় রয়?


সুন্দর নাম দিবে না সুনাম।
সৎ কর্মের মাঝে মানুষের নাম।


যারা প্রকৃত অর্থে বড়।
সততা ও গুণে স্মরণীয়।


নিজের প্রশংসা নাহি করিব।
শত্রু-মিত্র সকলে ভালোবাসিব।


মন দিয়ে  মন চেনা যায়।
নাম দিয়ে মানুষ চেনা যায় না।


হউক প্রতিভা অর্জন অক্ষুণ্ন উজ্জ্বল।
হউক আত্মশক্তি নির্ভর স্বয়ং পরিচয়।