বাংলা কবিতার আসরের দুর্বলতম বিভাগ হলো  "খ্যাতিমান কবিদের কবিতা" । খ্যাতিমান কবি বলতে আমরা বুঝি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ ,যতীন্দ্রমোহন বাগচী, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য আর  সুকুমার রায় ? আর কেউ নয় ? বিনম্রতার সাথে জানাই , এই বিভাগটি থেকে , আধুনিক বাংলা কবিতা সম্বন্ধে কোনো ধারণা জন্মায় না।  বর্তমান যুগের কবিরা তো নেই , অতীতের ও অনেক কবি নেই।  কবি যতীন্দ্র মোহন সেনগুপ্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু র মত' গতকালের বিখ্যাত কবিরা অনুপস্থিত।  সুভাষ মুখোপাধ্যায় , অচিন্ত্য সেনগুপ্ত , প্রেমেন্দ্র মিত্র , শক্তি চট্টোপাধ্যায় , সুনীল গঙ্গোপাধ্যায়  কত লিখব ? কারণ যদি কপি রাইট হয় , তবে , দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত , অতুল প্রসাদ এরা নেই কেন ?
আমি তো আশা করছি বিদেশী কবিতার অনুবাদ নিয়েও একটা বিভাগ হতে পারে।