বছর ছয়েক পরে
যদি আবার দেখা হয়,
কোন এক ফাল্গুনের বিকেলে
বা শ্রাবণের ঘন সাদা মেঘে ঢাকা দুপুরে,
তখনও কি থাকবে-
ছেড়ে যাওয়ার ভয়?


বছর ছয়েক পরে,
যদি আবার দেখা হয়,
ঘন কুয়াশায় আচ্ছন্ন ভোরে,
সবুজ ঘাসের মাথায়
শিশির বিন্দু ঝরে যাওয়ার সন্ধিক্ষণে
ধুলো মাখা রাস্তার মাঝে,
বা পাতা হীন কোন গাছের নিচে
তখনও কি থাকবে তোমার,
হারিয়ে যাওয়ার ভয়?


বছর ছয়েক পরে,
যদি আবার দেখা হয়,
গোধূলি রাঙা আকাশের নিচে
যেখানে বিষাদ ভর করে ব্যাকুল
যখন পাখিরা সব নীড়ে ফেরে,
পাপড়ি গুটিয়ে নেই
হাসনাহেনা,বেলী আর রজনীগন্ধার মত
সমস্ত সাদা ফুল।
তখনও কি বলবে?
বছর ছয়েক আগের মত
তোমার জন্য আমি
আজও ব্যাকুল।
=============
                     - বসন্ত