রঙিণ তুলির আঁচড় দিয়ে
দেশের ছবি আঁকি,
দেশ যে আমার স্বপ্নপুরী
মনের গেঁথে রাখি।


গাছ গাছালি সাগর-নদী
সবুজ দিয়ে ঘেরা,
হাজার দেশের মাঝে আমার
বাংলাদেশ-ই সেরা।


পাহাড় বেয়ে ঝরনা ধারা
নদীর পানে ছুটে,
বন-বনানীর নিবিড় ছায়ায়
পাখি ডেকে উঠে।


আউশ-ইরি ধান পেকে মাঠ
যেন সোনা পাটি,
বুকের মাঝে স্বপ্ন আঁকি
তুলি দেশের মাটি।


আমার দেশের গ্রাম-শহর আর
মফস্বলের ছবি,
কি অপরূপ! কী যে মায়া
ভালো লাগে সবই।



প্রকাশকাল- ২৮জানুয়ারি ২০১৫
দৈনিক ভোরে কাগজ।