দৈনিক বাংলাদেশ সময়
প্রকাশকাল- ০১ ফেব্রুয়ারী ২০১৫



আমরা যারা বাস করি ভাই
দালান-কোঠার চৌকাঠে,
খবর রাখি কত লোকের
ঘরহীনা রাত-দিন কাটে।


দু'মুঠো ভাত পাওয়ার আশায়
ছুটতে থাকে রোদ্দুরে,
সাধ্য মত মিলে যা-ই
তৃপ্তি তাতে কদ্দুরে?


সম্মিলিত হাত বাড়ালে
আবস্থাটা পাল্টাবে,
সবাই তখন মানুষ হয়ে
হয় তো বাঁচার হাল পাবে।