প্রকাশকাল- ১৯, এপ্রিল ২০১৫ দৈনিক ইত্তেফাক




ইলেকশন আসলে কাছে
নেতারা সব হাত ধরে,
তার পরে আর নেইরে খবর
কে বাঁচে আর কে মরে।


গরিব-দুখী জনগণের
মিটায়না সে চাহিদা,
তার প্রয়োজন ড্রিংকের সাথে
সুন্দরী সব নাহিদা।


জনগণের মাথায় চেপে
যেইনা বসে ক্ষমতায়,
রেশন-তোষন চেটে-পুটে
চাঁদা-ঘুষে মেতে যায়।


সময় পুরার ঠিক ঠিক আগে
হজ্জ করে কয় ভাইরে,
বড্ড রকম ভুল হয়েছে
একটু ক্ষমা চাইরে।


আমরা বড় বেহায়া লোক
সব ভুলে এই বদটারে,
ফিরিয়ে দেই মাস্তি-মজার
পুরানো সেই পদটারে।