ইসলাম এসেছে শান্তি নিয়ে মানবের তরে।
মানুষ খুন করতে আসেনি এ বিশ্ব চরাচরে।
ইসলাম সুখ-শান্তির ধর্ম এ মানব সংসারে।
ক্ষোভ-হিংসা ভরা তব ইসলাম নেই অন্তরে,
সিংহের মতো গর্জন শুনি তোমার চিৎকারে,
মুসলিম হতে চাও অন্যের ধর্মে আঘাত করে।
হতে পারবে তুমি কালাপাহাড়-হালাকু-চেঙ্গিস।
মানুষ হত্যা করে কেউ হতে পারে না মানুষ,
মানব নামে পশু তুমি ধর্মের লেবাসে বেহুশ।
সন্ত্রাস করে ধর্ম প্রচার বলেনি কুরআন-হাদিস
মহানবী মক্কা বিজয়ে চালাননি কোন ধ্বংস লীলা,
সকলের অপরাধ ক্ষমা করেছিলেন তিনি,
যার যার ধর্ম পালনে দিয়েছিলেন ফয়সালা।
ইসলামের পথে এসে ছাড় সকল ভণ্ডামী,
তবেই ইসলাম প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বে,
শান্তি ফিরে আসবে পরকালে হবেনা আসামী।