বিশ্বাস করো বাঁচতে আমিও চাই না
যখন দেখি আমার অস্তিত্বে আমি নেই
আছে শুধু ফিকে হয়ে যাওয়া কিছু সম্পর্ক,
আর আছে জরাজীর্ণ দায়বদ্ধতা
তখন তীব্র  ঘৃণায় শেষ করে দিতে ইচ্ছে করে জীবনটাকে...


কিন্তু বন্ধু সেই বেঁচে আমাকে থাকতেই হয়...
প্রভাতের প্রথম সোনালী আলো চোখের আগল ঠেলে অন্তরে ঢুকতেই দায়বদ্ধতার নাগপাশটা যেন আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমায় চিনিয়ে দেয় আমার আমিত্বহীন অস্তিত্বকে...


সেখানে আমার মুখপানে যে চেয়ে বসে আছে ফিকে হয়ে যাওয়া সেই সম্পর্কগুলো!
আমি যে তাদের আশাপূরণের একমাত্র মাধ‍্যম!
আমার কাঁধ যে তাদের নিশ্চিন্ত আশ্রয়
তাদের মধ‍্যে কারও কাছে আমি যৌবনের বৃন্দাবন, আবার কারও কাছে আমিই বার্ধক‍্যের বারানসী...


চকিতে না বাঁচার ইচ্ছে বদলে যায় বেঁচে থাকার অভিপ্রায়ে
ঝুঁকে পরা মেরুদণ্ডটাকে অতিকষ্টে ঋজু করে এগিয়ে যেতে হয় আমায়
মিইয়ে যাওয়া মনটাকে ঝাঁকুনি দিয়ে এক ঝটকায় টেনে তুলি আর বলি
আমি বাঁচব...


আমি বাঁচব তোমাদের হাত ধরে
আমি বাঁচব তোমাদের স্বপ্নপূরণে
আমি বাঁচব ভোরের আলোয়
আমি বাঁচব পাখির কুজনে
আমি বাঁচব মেঘের কাজলে
আমি বাঁচব বৃষ্টির জলে
আমি বাঁচব লেখকের কলমে
আমি বাঁচব প্রেমিকার চুম্বনে
আমি বাঁচব বন্ধুর আলিঙ্গনে
আমি বাঁচব সাঁঝের প্রদীপে
আমি বাঁচব মানুষের কোলাহলে
আমি বাঁচব... আমি বাঁচব...আমি বাঁচব....