তোমা ছাড়া যাইবো কোথা ,
মম ভোলা জগদ্বন্ধু।
চরণে কমল পদ্ম লভিব যেথা,
হে মহা মহা প্রভু।


শূন্যের বুকে ভাসিয়াছ তুমি,
আনন্দ রসের খেয়া।
জীবনের মধ্যে প্রবেশ করিয়াছ,
যেন প্রদীপের সরু শিখা।


শোনো শোনো মোক আহ্বান,
দিয়ে যাও তোমার এ গান।
হইবে তখন জীবনের স্বপ্ন উড়ান,
ছিরীবে বাঁধনের শিকল খান খান।


তাই প্রণাম তোমারে হে মহারাজ,
শান্তির বাণী আসুক ঝরে।
যেমন বর্ষা ঝরে ঝরঝর,
তোমা যুগল তলে আসবে এ সমাজ নতুন গড়ে।