আছি স্বর্ণযুগে
বিবেক আমাদের প্রাচীনকালে
মেয়েরা আজও অত্যাচারিত
সভ্য কথিত কলি যুগে।
ছোট বেলায় হাতে চুড়ি
বড় হয়ে পায়ে দড়ি
পড়ার জন্য বাইরে গেলে
হায় হায় এ সমাজ কি বলবে!
মেয়ের অনিচ্ছায় বিয়ে দিয়ে
মাথায় হাত,চিন্তা নিয়ে
বলতে থাকো ঠোঁটের ফাঁকে
আমার মেয়ে কি খুশি হবে!
ধর্ম দিয়ে বোঝাও না আমায়
নারী অত্যাচারের সহজ উপায়,
কোনো ধর্ম করেনা জীর্ণ
মা তুল্য নারীর অধিকার।
স্বাধীন ভারতে পরাধীন হয়ে
আছো নারী চুপটি করে
কষ্ট গুলি সইতে সইতে
কাটিয়ে দিয়েছো বর্ষ ধরে।
লাঞ্চিত সেই পুরুষ জাতি
যে খর্ব করে নারী জাতি
কেমনে  তুমি যাও  ভুলে
আলো দেখেছো নারীর তরে।


এরকম আরো কবিতার জন্য https://kobitagolpo1.blogspot.com/2020/05/blog-post_27.html