সোনালী প্রান্তর সবুজ মাঠ ধূ ধূ মরুভূমি গহীন বন
কত জায়গায় খুঁজেছি আপনজন।
নীল আকাশের কাছে গেলাম, শুধালাম আছে মনের মতন?
গগন বলে আছে যত স্বজন মনটি নয় মনের মতন।
স্রোতস্বনী নদী বলে পার হয়েছি নানান দেশ
কভু কখনো পাইনি কাউকে নিজের মতন।
প্রশ্ন জাগে মনে নেই কি কোন খানে?
প্রশ্নের উত্তর দেয় আমায় ছোট্ট শালিক পাখি
বলে এসো ভালোবেসে সবাইকে কাছে ডাকি
তবে কভু হবে নাকো স্বজনের অভাব,
বিশ্ব ভুবন আপন তোমার
সবাইকে আপন ভাবা হবে তোমার স্বভাব।।