গাঁয়ের বধূ লজ্জাবতী
আলতা দিয়ে পায়,
নৌকায় বসে মাঝি
করুণ সুরে ভালিয়ালী গান গায়।


ঘোমটা তুলে রাঙা বধূ
কলসী কাঁধে আনে জল
কোকিল পাখি আকূলে ডাকে
বধূর চোখ করে ছলছল।


নাঁয়ের মাঝি বধূ পতি
দূর দেশেতে যায়
মন তার রয় পড়ে রয়
রাঙা বৌয়ের লাল শাড়ি পাড় (আঁচল)
আদুল ডাঙ্গা গাঁয়।
গাং এর পাশে বধূ আসে


দেখলে পাল তোলা কোন নাঁও
ভাবে অপেক্ষার প্রহর শেষ হবে আজ
আর তারে না যেতে দেব কোথাও।


ভেবেই বেলা শেষ হয়ে যায়
না জানি সে আসে কবে,
কে জানে রাঙা বধূর
অপেক্ষার প্রহর শেষ কবে হবে?