তুমি দেখেছ কি
শরৎ প্রাতে মাঠে ঘাটে
কচি পাতা ও ঘাসে শিশির বিন্দু?


তুমি দেখেছ কি
আষাঢ়ে অঝোর বৃষ্টি, দমকা হাওয়া
টিনের চালে শিলাবৃষ্টি?


তুমি দেখেছ কি
গ্রীষ্মের দুপুরে তপ্ত রোদে বালুময় বাতাস?


তুমি দেখেছ কি
বসন্তে কোকিলের গানে গানে
বৈশাখের আগমনি বার্তা?


আমি দেখেছি
পৌষের কনকনে হাওয়া
বসন্তে কোকিলের গাওয়া,
আষাঢ়ে সর্বগ্রাসী নদীর ঢেউ
ঋতুরাজে ফুলে ফুলে মৌ।


আমি চিনেছি
বাংলাকে মায়ের মতন
সে আমাকে করেছে আপন,
মাতৃ স্নেহে করেছে লালন।


বাংলা মা তোমার নেই তুলনা
রুপ ঋতু ও সৌন্দর্য্যে
মা তোমায় বাসব ভাল
স্নেহের তোড়ে মনের উৎকর্ষে ॥