রাতজাগা মা পাখিটি ক্লান্তিতে তৃষ্ণায়
ভাবে বসে হলে ভোর উড়বে কোন দিশায়?
অগ্রজ প্রাণ তার গেল কোন পথে
কচি কচি ছানাগুলো ক’দিনের ভুখা পিয়াসে
অনাহারে আজ মরিতে বসে।
দিশেহারা পাখিটি ঠোটে তুলে ছানা
জমালো পাড়ি দূর অজানায়।
স্মৃতির পাতায় আজ দু’খানি পালক
মনে করিয়ে দেয়,
তবুও তারা লড়েছিল বীর যোদ্ধার মতো।