রমজান মাসে রোজা আসে
পালন করতে হয়,
সারাদিন অন্নহীন থেকে মুমিন
আল্লাহর ইবাদাতে শামিল হয়।
প্রতিটি সুস্থ মানুষের উপর
হয়েছে সাওম ফরজ,
অন্ন গ্রহন সূর্যাস্তের পর
করেছেন খোদা আরজ।
রোজার মাসে চারিপাশে
বিশৃঙ্খলা নাহি হয়,
শান্তি বজায় রাখা ঈমানের অঙ্গ
আল কোরআনে কয়।
মা বোনেরা বিকেল হলে
ইফতার বানানোর তৈয়ারী লয়,
এ বাড়ী ও বাড়ী
পড়শির মাঝে ইফতারী বিনিময় হয়।
রোজা রাখার ফলে বান্দা
রবের নৈকট্য পান,
সাওমের সওয়াব কষ্টের ফল
করবে খোদা নিজ হাতে দান॥