#সুতরাং_শেষ_দেখলাম।।
    
          (১)


চাইলে কি পারতে না ?
আমার স্বপ্নপুরীর রাজপুত্র হতে,
আমি না হয় দুয়োরানী হয়ে থেকে যেতাম
নয়ত বনবাসে দিতে,
সমস্ত অভিব্যক্তি কাঁধে নিয়ে থেকে যেতাম
দেখা হলেও হত এক অসাধু চন্ডালের সাথে ।।


চাইলে কি পারতে না ?
ফিনফিনে চাদরে ভেজাল ভালবাসায় জড়িয়ে রাখতে,
বিলাসবহুল এই আমিকে
একটা হাত পাখা কিনে দিতে।
চারমিনার ঠোঁটে বিষের পেয়ালা ঠেকিয়ে
আমি না হয় তোমারই থেকে যেতাম ।।


চাইলে কি পারতে না?
ডাকাত পড়ার ভয়ে
আমার স্বঘোষিত রাজ্যের সবটাই লিখিয়ে নিতে,
শাড়ি শরীর গন্ধ আর ভবিতব্য প্রেমের আখড়ায়
অন্তত চোখের জলের দামে
সংসার সংসার  খেলতে হত না ।।


অথচ দেখো –কালের জাঁতাকলে
বুকের ভিতর আজ অন্য কারোর হাত
প্রেমের অভিধান খোঁজে খুব,
প্রেম পায় অশরীরী আত্মাতেও
নষ্টা বলে লোকে ,নষ্ট হয় রূপ ।।