আমি আবীর, আমি নিবিড়
আমি স্নিগ্ধ ফুলের ঘ্রাণ,
হিংস্র মানবের তরে আমি
শোনাব মানবতার গান।


আমি আবীর, আমি নিবিড়
আমি প্রশান্ত সুখের কায়া,
বিপন্ন মানবতাকে আমি
দিতে এসেছি মায়া।


আমি আবীর, আমি নিবিড়
আমি কাঁঞ্চা বাঁশের বাঁশি,
সঙ্গীতে আমি ভরাবো বিশ্ব
হাসবে জগতবাসী।  


আমি আবীর, আমি নিবিড়
আমি অটল শান্তির সুবাস,  
দুর্বিনীত নরত্বকে আমি
করতে এসেছি বিনাশ।  


আমি আবীর, আমি নিবিড়
আমি জিয়ন্ত ফুলের সৌরভ,
শান্তিতে-সমরে রাখব ধরে
আমি বাংলার গৌরব।


আমি আবীর, আমি নিবিড়
আমি শঠের প্রতি নির্মম,
দুর্বলের প্রতি সদয় আমি
উৎপীড়কের যম।


আমি আবীর, আমি নিবিড়
আমি দুঃখের সর্বনাশী,
নির্দোষ মানুষকে মারছে যারা
আমি চাই তাদের ফাঁসি।


আমি আবীর, আমি নিবিড়
আমি দুর্বার, দুরন্ত বীর।
শান্তিতে যারা ধরিয়েছে চিড়
আমি ভেঙ্গে দেব তাদের নীড়।


আমি আবীর, আমি নিবিড়
আমি মরুর অগ্নি তুফান,
স্বেচ্ছাচারীর মনে আমি
ধরিয়ে দেব কাঁপন।


আমি আবীর, আমি নিবিড়
আমি ক্ষমাহীন নিরবধি,
এসেছি আজ রচন করতে
স্বৈরাচারের সমাধি।


মোহাম্মদ সহিদুল ইসলাম