আমার এ মন অরণ্য তপ্ত যখন,
ফাগুনের অগ্নি ঝড়ে,  
এক বিন্দু ইন্ধনের কনিকা হয়ে,
তুমি, এসেছিলে মোর দ্বারে।  


নোঙর করেছিলে বিশ্বাসে তুমি,
আমার মন অঙ্গনে,
অঙ্গ আমার অঙ্গার হয়ে চলছে সদা।  
তোমার ফিনকির দহনে।


আমার এ নিঃস্ব মনে নিত্য দহন,  
অনন্ত কাল ধরে,
তুমি ছাড়া কেউ কি আছে!  
নেভাতে তা পারে?


রাশি রাশি পুষ্করিণীর নীর,
ঢাল যদি গায়,
অন্তহীন এ দহন আমার,  
শেষ হবার নয়।


(কবিতার প্রতি ছন্দের অদ্যাক্ষর যুক্ত করলে যে নাম প্রদর্শন করে তার চরণে আমার এ বিনীত নিবেদন)


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)