গণতন্ত্র_৩
(সিরিজ কবিতা)
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,  
যেখানে কথা বলার আছে অধিকার।
গণতন্ত্রের সংজ্ঞা, বিশাল- বিপুল,
ফর দ্যা পিপল...
অব দ্যা পিপল...
বাই দ্যা পিপল...
তার মানে হলো গণতন্ত্র মানুষের তরে,
এখন দেখি এর পিছনে জনগণ ঘুরে।


দেশে অনেক বুদ্ধিজীবী,  
তাদের সাথে নেইকো আমার তুল।
তারপরও তাদের কথার,
তুলব কিছু ভুল।  
কেউ বলে গণতন্ত্র শেষ,
কেউ বলে, “বিপন্ন গণতন্ত্র : বাংলাদেশ” ***
একথার সাথে আমি নাহি এক মত,
লক্ষ্য অর্জন হয়নি, তবে হারায়নি তো পথ।
পরিপূর্ণ হবার আগে গণতন্ত্রের হাত,  
বার বার অপশক্তি হেনেছে আঘাত।
আজো ক্ষিপ্র সেই শক্তি,  
এই বাংলার ভিতে।  
গণতন্ত্র জিম্মি আজো,
দুষ্ট লোকের হাতে।
কেমনতর ধৃষ্ট মোরা বলতে লজ্জা পাই,
যাদের নিকট বঙ্গপিতা পায়নি রেহাই।  
যার অছিলায় দেশটি পেলাম, বল আমারে বল,
কেমনে তাকে খুন করল ঐ হায়েনার দল?
এমনি করে গণতন্ত্র কেঁদেছে বারবার,
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার।


*** তথ্য সূত্রঃ http://arthonitiprotidin.com/2013/12/07/বিপন্ন-গণতন্ত্র-বাংলাদে/


মোহাম্মদ সহিদুল ইসলাম