গণতন্ত্র_৪  
(সিরিজ কবিতা)


গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।


সারা জীবন শুনলাম শুধু গণতন্ত্রের মানে,  
যাদের দিয়ে গণতন্ত্র, তারা কি তা জানে?  
চীৎকার করে গাইছি সবাই গণতন্ত্রের গান,  
কতটুকু রাখছি মোরা গণতন্ত্রের মান?


কেউ কলে গণতন্ত্র শেষ,  
কেউ বলে গড়ছি বাংলাদেশ।
যারা গণতন্ত্র বলে, চেঁচায় মাইক্রোফোনে,  
তারা ভুক্তভোগীর কথা কেউকি শোনে?  
গণতন্ত্র নিয়ে যারা এতো সোচ্চার,  
তাদের কাছে বিনীত প্রশ্ন রইল আমার।  


কেউ কি তারা বলবেন আমায় একটু দয়া করে,  
গণতন্ত্র হয় কি আদায়, পুলিশ ফাঁড়ি পুড়ে?  
কেউ কি তারা আমার প্রশ্নের দিবেন একটু সারা?  
গণতন্ত্র মানে বুঝি, শুধু গাড়ি পোড়া?  
আমার প্রশ্নের দিবে উত্তর আছে কি আর কেহ?  
হরতাল দিয়ে পুড়বেন কেন অবুঝ শিশুর দেহ?  


রাখেন আপনার মাইক্রোফোন, জবাব দেন আমার,  
এ কেমন গনতন্ত্র, এ কেমন অধিকার?
চাইনা এমন গণতন্ত্র, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।


চলবে_আগামী সংখ্যা_গণতন্ত্র_৫    


সহিদুল
সিঙ্গাপুর