গণতন্ত্র_৬  
(সিরিজ কবিতা)


গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,  
যেখানে কথা বলার আছে অধিকার।


কেউ কেউ বলে গলা ফাটিয়ে,  
তারা নাকি বহুদলীয় গণতন্ত্রের পথদ্রষ্টা।
উচ্চ কণ্ঠে যাই আমি রটিয়ে,  
তারা হলো গণতন্ত্রের পথভ্রষ্টটা।


মুক্তিযুদ্ধে যারা করছে বিরুদ্ধাচরণ,
কুলাঙ্গারদের যারা আবার করছে পুনর্বাসন।
তারাই আবার করছে দাবি, গণতন্ত্রের প্রবক্তা,
অদ্ভুত দাবীর বিরল নজির এমন জঘন্যতা।


এদেশের পতাকা যারা করেনা বিশ্বাস,
তাদের যারা মন্ত্রী করে করেছে সর্বনাশ,
তারাই নাকি গণতন্ত্র করবে উদ্ধার,
জনগণকে বোকা করার যুক্তি চমত্কার।


যে বিশ্বাসে গড়েছিল বাংলার সংবিধান,
ধর্ম নিরপেক্ষতার যারা করেছে অবসান,
যারা, রাজনীতিতে ধর্মব্যবসা করেছে মহান,
তাদের মুখেই শুনতে হয় গণতন্ত্রের গান।


ইসলামে বিশ্বাসী আমি, মুসলিম আমার পরিচয়,  
শান্তির সুবাস ছড়িয়ে দিব আমি বিশ্বময়।
যার যার ধর্ম তার তার, দেশটা যে সবার,
চরম ভাবে ঘৃণা করি ধর্ম ব্যবসার।

গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,  
যেখানে কথা বলার আছে অধিকার।


চলবে_ আগামী সিরিজ_ গণতন্ত্র_৭


মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩৬