ইসলাম ও রাজনীতি: মোহাম্মদ (সঃ)


১ম পর্ব


কেউ কেউ বলে থাকে, ইসলাম ও রাজনীতি,
এ দুয়ের সাথে নেই কোন সঙ্গ,
রাজনীতি শান্তির হলে, ইসলাম তো মহাশান্তি,
রাজনীতি হলো ইসলামের অঙ্গ।


ইসলাম কি, রাজনীতির কিবা ধরন?
সশ্রদ্ধে, কাব্যে আমি করব বর্ণন,
যদিও জানি সবাই, জেনে নেই আরেকবার,
ইসলামে রাজনীতি আছে, উপরে নয় তাঁর।


রাজনীতি হলো সেই নীতি, যে নীটিতে মূল্যহীন
ফাঁকিবাজি এবং জুলুম উৎপীড়ন,
রাজনীতি হলো সেই নীতি, যেখানে অস্তিত্বহীন,
স্বৈরাচার, ধোঁকাবাজ, স্বার্থপরায়ণ।


রাজনীতি হলো রাজ্য চালনার সেই নীতি,
যেখানে থাকবে, ন্যায়, সাম্য, অসাম্প্রদায়িক মন।
রাজনীতি হলো রাজ্য চালনার সেই নীতি,
যেখানে থাকবে, দুষ্টের দমন ও শিষ্টের পালন।


চলবে_ আগামীতে ২য় পর্ব


মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩৬