মোহন বাঁশি
©.......সহিদুল


বলতে পারিস কেন তোরে এত ভালবাসি?
তুই যে আমার এই জীবনের মোহন বাঁশি।
শত কষ্ট দূর হয়ে যায় দেখলে তোর হাসি,
তাইতো তোরে ভালবাসি আমি রাশি রাশি


তোর জন্য আনতে পারি আকাশের ঐ তারা,
তুইযে আমার স্বপ্ন আশা তুইযে জীবনধারা,
তোর মুখের ঐ হাসিতে হই আমি পাগলপারা,
শুধু তোর জন্যই হইতে রাজি আমি সর্বহারা।


যদি " ভালবাসি" এ কথাটি, বলিস একবার,
তোর জন্য "জীবন বাজী" রাখবো শতবার।
তুইযে আমার চাঁদবদনী, তুইযে গলার হার,
তুই ছড়া, আসেনা মোর মাথায় কিছু আর।


ভালবাসিস জানি আমায় গভীর অনুরাগে,
'ভালবাসি' তোর মুখে শোনার ইচ্ছা জাগে,
তুই যে আমার সুখের কলি জীবনের বাগে,
তুই বিহনে ভাবতেই জীবন মরুভূমি লাগে।


মোহাম্মদ সহিদুল ইসলাম