👏 আঁখি ঝরে 👏


ছেলের জন্য কইলজা খানা
ছিড়ে যাচ্ছে তোর,
তোমার কোলে তোমার ছেলের
হবেনা আর ভোর।


রক্তের বাধন যায় কি কেনা?
বুঝ হলোনা তোর?
মায়ের বুকটা খালি করলি
তুই কেমন চোর!


সব চোরের কাজ চুরি করা
তাইতো সবে বলি,
তাই বলে কি মায়ের বুকটা
এমনি করে খালি?


ছেলের শোকে আজকে মা তোর
যেমনি আঁখি ঝরে,
ওদের বিচার চাই গো বিধি
এ বিশ্বের উপরে।


নোট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রসবোত্তর ওয়ার্ড থেকে, ১৫ জুলাই এই ওয়ার্ড থেকে এক ভাগ্যবিমুখ মা জেসমিন আক্তারের শিশুপুত্র চুরি হয়।


ছেলেহারা মায়ের অশ্রু দেখে, আমার মনের অজান্তে আঁখি জল বিসর্জিত হয়েছে। তাই এই ভাগ্যবিমুখ মায়ের করকমলে আমার এ কবিতা।