আমি আঘাত পেয়েছি বলে কাউকে কখনো
কোন পাশব মুহূর্তেও আঘাত করি না আর,
যত লাঠি ছিল সঞ্চিত একে একে পুড়িয়েছি
উন্মত্ত সন্ন্যাসীর মতো প্রবল আক্রোশে।
এখন পাখিরা এসে গায়ে বসে, বুকে মুখে
কপালে হাতে খেলা করে পরম বিশ্বাসে।
যে মেয়েটি মুখ থুবড়ে পড়েছিল জনবহুল
রাস্তায়, ফিরিয়েছিল অজস্র থাবার আমন্ত্রণ
আতঙ্কিত চোখের ইশারায়, আমাকে দেখেই,
হ্যাঁ, একমাত্র আমাকে দেখেই বদলে গিয়েছিল তার
চোখের ভাষা, বাড়িয়েছিল হাত এক সমুদ্র আকুতি নিয়ে।


আঘাত পেয়েছি তাই আকাশকে দিয়েছি ঠাঁই এই বুকে-
এখন অজস্র নক্ষত্র আঁধারের হানা অনায়াসে দেয় রুখে।