চাইবো না আর সোনার হরিণ,
       করবো না আর তাড়া;
আর তো কিছুই নেই বশেতে
       আমার আমি ছাড়া।
কচুপাতার শিক্ষা পেয়ে
       হৃদয় ঝরায় ব্যথা,
ন্যায়ের সাথে ঘর করি তাই
       ঝোঁকাই না যে মাথা।

সুবাসিত ফুলের মেলায়
       ভরাই যদি শাখা,
আসবে উড়ে সুজন পাখি
       মেলে রঙিন পাখা।
সবার চোখে খুব সহজে
       যায় যে দেওয়া ফাঁকি,
ভিতর-আমি দেখছে সব-ই
        তাকে কোথায় রাখি?


আর যাবো না সেই বাগানে
        আছে যেথায় বেড়া,
লোভের পায়ে বেড়ি দেবো
        শক্ত হবে ছেঁড়া।
সরল পথে যেটুকু পাই
        রাখবো যতন করে
সুখনিদ্রা আসবে রাতে
       থাকবে দু'চোখ ভরে;
আমার আমি তৃপ্ত হবে
       স্বর্গ দেবে ধরা,
পরহিতেতে শান্তি মেলে
       স্বার্থ আনে খরা।