আজো আমি উড়ে চলি ঠিকানাবিহীন,
আমার এ মেঘদেহ যে নভ পেতে চায়,
মেলেনি সে নভ তবু খুঁজি নিশিদিন।।
আজো আমি...


কতশত মরুনদী সাধনায় পায় যদি অকূল সাগর,
তবে কেন দূরে আজো আমার বাসর?
দিয়েছি এ মন তবু পাইনি কিছুই,
হিসাবটা রেখে দিও কত হল ঋণ।।
আজো আমি...


বায়ু-হাতে কত নভ  শত ডাক দিয়ে দেখ সুদূরে মেলায়,
ফিরাই সে ডাক আমি কত যে হেলায়!
তোমার আকাশ কবে ডাকবে আমায়,
আসবে কি এ জীবনে সেই শুভদিন।।
আজো আমি...
------------------------------------------
অক্ষরবৃত্ত ছন্দ