(এটি একটি কবিগান। সুর করে পড়তে হয় (পুঁথি পড়ার মতো। ২ লেখা অংশটি ২ বার করে পড়তে হয়।)


শু-উ-উ-নো দিয়া মন 2 গুণীজন কলিকালের কথা
একই মুরগী দুবার জবাই হয় কি যথাতথা
তবু হচ্ছে এখন 2 তারই বর্ণন করবো এখন আমি
কদম্বগাছির শিবু দাস সাগরিকার স্বামী
তাদের তিনটি সন্তান 2 গায় গুণগান,জনক-জননীর
বাবা-মায়ের কীর্তিতে আজ খুশিতে বয় নীর
ছিল স্বপ্ন চোখে 2 জানবে লোকে ভ্যানের মালিক শিবু
হাজার চেষ্টা করেও স্বপ্ন সফল হয় না তবু
শুধু মজুর খেটে ২ কি আর জোটে ভাত-কাপড়েও টান
ঘুম আসে না শিবুর চোখে স্বপ্ন যে খান খান
ঠিক এমন সময় ২ শ্বশুর মহোদয় দিল জবর খবর
নতুন করে সাজতে হবে তাকেই আবার বর
তবেই মিলবে যে ভ্যান ২ এমনই প্ল্যান দিল শ্বশুর মশাই
শিবু বলে কেমন করে হবো এমন কসাই
তবু নাছোড় শ্বশুর ২ পাল্টাও এ সুর, রাজি হয়ে যাও
ভ্যান-রিকশার মালিক হয়ে দুধু-ভাতু খাও
শোন দিয়া মন ২ এক আয়োজন হচ্ছে বসিরহাটে
গণবিবাহে অংশ নিলে ভ্যান-রিকশা জোটে
ছাড়ো লাজ-লজ্জা ২ বরের সজ্জা জলদি পরে নাও
কথায় বলে নাও তুলে তা সামনে যেটা পাও
বউও শুনে বলে ২ এই কপালে লেখা হয় তো আছে
ভ্যানের মালিক হবে স্বামী আনন্দেতে নাচে
শিবু বলে তবু ২ কেউ কি কভু শাঁখা-সিঁদুর মোছে
আবার বিয়ে করলেও কি আর পাপটা তবু ঘোচে?
শুনে বলে বধু ২ ভাবছো শুধু, থাকলে এমন অভাব
পাল্টাতে হয় অনেকেরই যত্নে পোষা স্বভাব
ঠুকবো মাথা আমি ২ শোন স্বামী, ঠাকুরেরই পায়ে
সধবার এই সিঁদুর মোছার পাপটা যাবে ক্ষয়ে
তুমি ভেবো না আর ২ সাজবো আবার আইবুড়ি যে আমি
এমন কপাল হয় না কারও দুবার পাওয়া স্বামী
করবো ফুলশয্যা ২ ভারি লজ্জা পাই যে এখন থেকে
থাকবে তুমি আমার আশায় যাবো যে মুখ ঢেকে
তখন শিবু দাস ২ মন উদাস দশটি বছর আগে
মধু-রাতের দৃশ্য মনে নতুন করে জাগে
তখন রাজি হল ২ বরও সাজলো বসিরহাটে গিয়ে
ভ্যান চালিয়ে ফিরলো ঘরে নতুন বউকে নিয়ে
লোকে জানতে চাইলো ২ বউ বললো ব্রত ছিল এক
পুজো দিয়ে ফিরছি এখন, ভ্যান পেয়েছি দ্যাখ
আমার বাপ দিয়েছে ২ মান রেখেছে আমার ব্রত-পুজোর
হাসি মুখেই দিয়ে দিল, খাটাই নি কো জোর।
কিন্তু ছেলেমেয়ে ২ ঘেমে-নেয়ে উঠলো হাসির তোড়ে
খুশির চোটে বলে বেড়ায় সারা পাড়া জুড়ে
তখন জানলো সবে ২ কি আর হবে শিবু মরে লাজে
টিটকিরি আর তামাশা তার লাগছে বুকের মাঝে
তাই ছাড়লো পাড়া ২ নেই যে সাড়া, বউ গেল না পিছু
আয়োজকরাও শুনে বলে নেই যে করার কিছু।
হয় তো দুদিন পরে ২ ফিরবে ঘরে জোড়ে যাবে শিবু
ছেলে-মেয়ে-বউয়ের কিন্তু তর সয় না তবু,
এদিকে পুলিশবাবু ২ হয় না কাবু শুনে শুধুই হাসে
শিবু মশাই দেখিয়ে দিলেন বউকে ভালবাসে,
নিজের বউকে যদি ২ করেই সাদি করুক হাজার বার
তোমার-আমার কি আর তাতে কাজে যাও যে যার
বলেই হাসলো আবার ২ হলো কাবার আমার এ কাহিনী
লাগলো কেমন জানাও এখন, আছো যারা গুণী।
থামলো শহীদুল ২ হয় যদি ভুল করিও মার্জন
যা পেয়েছি  তা তোমাদের দোয়াতেই অর্জন।।