ছড়ানো ছিটানো গম,
কাঁকর এড়িয়ে খাওয়া;
সাগরে হারানো দম,
বাসনা আবার পাওয়া।


কোথা সে মরুদ্যান?
মরুতে চপল ধাওয়া!
বাতাসে মারণ বাণ,
বালুতে গড়ায় চাওয়া।


জমানো দেদার কালি,
স্বখাত সলিলে নাওয়া;
ভাসানো ফুলের ডালি,
একাকী সেখানে যাওয়া ।