সব তারা খসে গেলে
কেমন দশা হয় আকাশের?
আজও জানতে পারেনি পৃথিবী, তবে
আকাশ ভেঙে পড়া কাকে বলে
জেনেছি কাল।


সব জল শুষে গেলে
মাঝদরিয়ায় তরীর কি দশা হয়
বুঝে গেছি নিমেষে ভুক্ত অনুভবে;
সমবেত প্রার্থনায় বিধাতাও গলে,
বদলায় হাল।