কাছের ডালে টকসা কাঁচা--
মগডালেতে মিষ্টি পাকা,
তারার সাথে চাঁদের বাঁচা--
অভ্যাসেতে এমনি থাকা।


মাটির গাছে পাখির বাসা--
আকাশ তবু তাকেই ডাকে,
জলেই মেটে মাছের আশা--
ডাঙায় ওঠে দুর্বিপাকে।


চোখের ক্ষিদে মন্দ ভারি--
মেটেই না তা পাহাড় খেয়ে,
মনের ক্ষিদে থাকেই জারি--
তৃপ্তি মেলে কাব্য পেয়ে ।